বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় অব্যাহতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
তিনি জানান, ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
সম্প্রতি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে নিয়ম বহির্ভুতভাবে ডিলারকে দিয়ে মৃত ও এক ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্তসহ সরকারি চাল সঠিকভাবে বিতরণ না করার অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান মুকুলের বিরুদ্ধে।
স্থানীয় তদন্তে এ অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন জেলা প্রশাসক। পরে গত ৭ জুলাই পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ইমদাদুর রহমান মুকুল দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
আরআইএস