ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

করোনায় সাতক্ষীরা পৌর আ’লীগের সাবেক সভাপতি আবু সায়ীদের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, জুলাই ২৬, ২০২০
করোনায় সাতক্ষীরা পৌর আ’লীগের সাবেক সভাপতি আবু সায়ীদের মৃত্যু  আবু সায়ীদ

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবু সায়ীদ (৬১) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ জুলাই) তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বেশ কিছুদিন আগে ঢাকায় নেওয়া হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ কোথায় দাফন করা হবে, তা এখনো নিশ্চিত নয়। পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ