ঢাকা: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের উদ্যোগে আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
ইরান বলেন, ‘শহীদ আবরার ফাহাদের খুনিরা সার্বভৌমত্বের দুশমন। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতা বিপন্ন করে হিন্দুত্ববাদী ব্যবস্থা কায়েম করতে চায়, তারাই আবরার ফাহাদকে বর্বর-পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যা করেছে। ’
ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুবমিশনের সদস্য সচিব সৈকত হোসেন চৌধুরী, ছাত্রমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, পাঠাগার সম্পাদক মামুন অর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ও কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএইচ/এমআরএ