গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক আজিজুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আওয়ামী লীগ যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
এমতাবস্থায়, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে সংগঠনের ২২ (ক) ধারা অনুযায়ী আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক আজিজুল ইসলামকে বহিষ্কার করা হলো।
এর আগে, গত ৪ অক্টোবর আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ জেলা শাখা আজিজুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করে। পরে ৫ অক্টোবর তার সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কাছে তাকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠায়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসআরএস