ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়ে ৪টা পাঁচ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের গেটে গাড়িবহর পৌঁছালে শতাধিক নেতাকর্মীকে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে দেখা যায়। খালেদা জিয়ার গাড়িবহরের সামনে ও পেছনে ছিল কড়া পুলিশ প্রহরা।
খালেদা জিয়ার সঙ্গে আছেন চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ, পুলিশের স্কট এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গাড়িবহরের সঙ্গে মোতায়েন রয়েছে।
গত ১০ এপ্রিল খালেদা জিয়াসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন রাতে বাসায় নেওয়া হয় খালেদা জিয়াকে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএইচ/এমজেএফ