ঢাকা: বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (২০ অক্টোবর) জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সার্বজনীন দুর্গা উৎসবের অষ্টমীর দিন কুমিল্লা থেকে শুরু হয়ে চাঁদপুরের হাজিগঞ্জ, নোয়খালীর চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগতি, রামগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, ফেনী, নাটোর, রংপুরের পীরগঞ্জসহ সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালিত হবে।
এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় পল্টন মোড়ে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের কর্মসূচি সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরকেআর/এএটি