ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কুমিল্লায় প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা ছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
কুমিল্লায় প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা ছিল

কুমিল্লা: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রশাসনের দায় রয়েছে।

সাবেক এ তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনের মধ্যে কিছু সম্প্রদায়িক লোক রয়েছে।

যাদের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তায় এ ধরনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিমা, মঠ, মন্দির ভাঙচুর  ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে অনুষ্ঠিত গণ-অনশন ও বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নগীরর টাউন হল মাঠের মুক্তমঞ্চে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ইনু বলেন, সারাদেশে ৩২ হাজার পূজা মণ্ডপ রয়েছে। তার মাঝে ৫০টি পূজামণ্ডপে হামলা হলো, প্রশাসন আটকাতে পারলো না কেনো? আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ব্যর্থতা প্রশাসনকেই নিতে হবে।

তিনি বলেন, সরকারের কাছে অনুরোধ রইলো এসব সাম্প্রদায়িক সরকারি কর্মচারীদের চিহ্নিত করে বহিষ্কার করুন। দেশে এখনও কোনো দাঙ্গা হয়নি, হামলা হয়েছে মাত্র। এসব কর্মচারীকে বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও বড় দাঙ্গা হতে পারে।

গণ-অনশন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ মোজাফ্ফর হোসেন পল্টু।

সমাবেশের পর দুপুরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পরিদর্শক করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় : ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৩,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।