ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার (২৫ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে আসার সময় গাড়িতে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তাকে সঙ্গে সঙ্গে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সিনিয়র কনসালটেন্ট ডা. কাইসার নসরুল্লাহ খানের তত্ত্বাবধানে আছেন।
এদিকে সোমবার দুপুরে জাপার চেয়ারম্যান জিএম কাদের অসুস্থ রুহুল আমিন হাওলাদারকে দেখতে ওই হাসপাতালে আসেন। এসময় তিনি রুহুল আমিনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
এছাড়াও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুইয়া, এমএ কুদ্দুছ খান, ইয়াহইয়া চৌধুরী, বেলাল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রুহুল আমিনকে দেখতে হাসপাতালে আসেন।
রুহুল আমিনের সহধর্মিণী রত্না আমিন হাওলাদার তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসএমএকে/এএটি