জামালপুর: জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যুবলীগের হামলায় ৫ নেতাকর্মী আহত ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বাবুসহ ৬ বিএনপি যুবদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বুধবার বেলা সাড়ে ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুবলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছে আলী মামুনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি স্টেশন বাজার থেকে বের হয় শহর প্রদক্ষিণ করে কাচারীপাড়া বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথ সভায় অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বিনা উস্কানিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুবলীগের নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও গ্রেফতারকৃত যুবদলের কর্মীদের মুক্তির দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান বাংলানিউজকে জানান, জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ সোহেলের নেতৃত্বে যুবলীগের কর্মীরা রাম দা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সভাস্থলে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটায়। সেখানে বিএনপি যুবদলের নেতাকর্মীকে এলোপাথাড়ি মারধর করে। শান্তিপূর্ণ সমাবেশে যুবলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র ছানোয়ার হোসেন ছানু বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের মিছিল বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় যুবদলের সন্ত্রাসীরা বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবদলের সমাবেশে যুবলীগের হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এনটি