ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে জেলা পরিষদের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
রাজশাহীতে জেলা পরিষদের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আক্তারুজ্জামান আক্তারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আখতারুজ্জামান আখতারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করায় তাকে গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা বলে দলের রাজশাহী জেলার পদ হতে বহিষ্কার করা হলো। পাশাপাশি যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করবেন তারা তদন্ত সাপেক্ষে মূল দল বা সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত হবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 প্রসঙ্গত, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৮ প্রার্থী। আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।