বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত ‘মননে মুজিব’ নামে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
নির্মল রঞ্জন গুহ বলেন, প্রবাসে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জাগিয়ে রাখতে হবে। প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্মকে দেশ ও বঙ্গবন্ধু প্রসঙ্গে ধারণা দিতে হবে। এসব বিষয়ে প্রাধান্য দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনগুলোকে অনলাইনে, অফলাইনে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি ইয়াসমিন ইসলাম মেরুনার সভাপতিত্বে ও সদরুদ্দিন উচ্ছ্বাসের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনীর উপর গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা সিআইপি শেখ ফরিদ আহমেদ, সেলিম উদ্দিন চৌধুরী, শাহরিয়ার আহমেদ পাবেল।
এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শের বিস্তৃতি, বিদেশে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্ণাঢ্যভাবে তুলে ধরাসহ গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে সংগঠনটির কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এএ