ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে রমজান শুরু

শাহ মো. তানভীর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
পর্তুগালে রমজান শুরু পর্তুগালের রাজধানী লিসবনের সেন্ট্রাল মসজিদ

পর্তুগাল থেকে: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্তুগালে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। স্থানীয় ঘোষণা অনুযায়ী একই দিন থেকে পর্তুগালসহ ইউরোপের অন্যান্য দেশে থাকা ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখছেন।

সোমবার (১২ এপ্রিল) পর্তুগালের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিমরা। তবে করোনা পরিস্থিতির কারণে সব কিছু সীমিত পরিসরে করা হচ্ছে।

এ ব্যাপারে পর্তুগালের লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদ সানি ইমাম হাফিজ মাওলানা জোবায়ের আহমেদ বলেন, করোনার জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। তাই পর্তুগাল সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে খতম তারাবি পড়ছি।

মঙ্গলবার পর্তুগালের সেহরির শেষ সময় ছিল ৫টা ২৯ মিনিট, ইফতার সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।