ইউরোপের অন্যান দেশের মত জার্মানিতেও পালিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
প্রতিবছরের মত জার্মানির রাজধানী বার্লিনসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মণ্ডপগুলোতে আসা ভক্তরা করোনা সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে মহাখুশী। দেবীকে অঞ্জলি দেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছার।
অস্থায়ী পূজামণ্ডপগুলোতে মহাষষ্ঠী থেকেই চলছে নানা ধর্মীয় আচার আচরণ। শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতী, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের পূজায় মহাষষ্ঠীর দিন থেকেই পূজামণ্ডপগুলোতে দুই বাংলার পূজারীদের পাশাপাশি স্থানীয় জার্মানদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। আর আসছে শুক্রবার দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে জার্মানির এবারের শারদীয় দূর্গোৎসব।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জেডএ