ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হলেন পাঁচ বাংলাদেশি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হলেন পাঁচ বাংলাদেশি

অস্ট্রেলিয়ান মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক বাংলাদেশি। প্রাথমিক ও বেসরকারি নির্বাচনী ফলাফলে পাঁচ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। তারা হলেন সাবরিন ফারুকী ও সাজেদা আক্তার সানজিদা।  

এছাড়া নিউ সাউথ ওয়েলস রাজ্যের ডাবো রিজিওনাল কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে শিবলি চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো রিজিওনাল কাউন্সিল থেকে দ্বিতীয় হাইয়েস্ট ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  

এদিকে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ওয়েন্টওউর্থভিল ওয়ার্ড থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুমন সাহা। অপরদিকে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।