ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে মারামারির অভিযোগে বাংলাদেশি আটক

ইতালি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
ইতালিতে মারামারির অভিযোগে বাংলাদেশি আটক

ইতালিতে মারামারির অভিযোগে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। নিরাপত্তাজনিত কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

গত সপ্তাহে দেশটির দ্বীপাঞ্চল সিচিলিয়ার পালেরমো শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, গত সপ্তাহে পালেরমো শহরের ভিয়া রুজেরো সেত্তিমো এলাকায় দুই ভ্রাম্যমাণ ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটি হয়। তারা দুজনই বাংলাদেশি। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এ সময় একজন অপরজনকে পিটিয়ে আহত করেন।

পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। অপরজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

খবরে বলা হয়, ওই দুই বাংলাদেশি নাগরিক বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করছিলেন। মূলত ছাতা বিক্রি নিয়েই মারামারির ঘটনাটি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।