ঢাকা: কবিগুরুর অমর সৃষ্টিকাব্যের পরিবেশনার মধ্য দিয়ে ছায়ানটে শেষ হলো দুই দিনের রবীন্দ্র উৎসব।
মঙ্গলবার (৯ মে) ছায়ানট মিলনায়তনে ‘মধুর মধুর ধ্বনি বাজে’ গানের সাথে ছায়ানটের বড়দের দলের দলীয়নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের আসর।
এরপর একক গান পরিবেশন করেন ফারহিন খান জয়িতা, অভয়া দত্ত, চঞ্চল বড়াল, কাঞ্চন মোস্তফা, বুলবুল ইসলাম, উর্মী রায় বর্ণা, আইরিন পারভীন অন্না, ঝুমা খন্দকার, রোকাইয়া হাসিনা নীলি, ইফ্ফাত বিনতে নাজির, মহিউজ্জামান চৌধুরী ময়না, সামিয়া আহসান, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম প্রমুখ।
‘বারতা পেয়েছি মনে মনে’, ‘আমার দোসর যে জন ওগো’, ‘চিনিলে না আমারে কি’, ‘আজ তারায় তারায় দীপ্ত শিখার’, ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’, ‘দিন শেষের রাঙা মুকুল’, ‘এমনি ক'রেই যায় যদি দিন’, ‘কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে’, ‘আমিই শুধু রইনু বাকি’, ‘আসা-যাওয়ার পথের ধারে’ কবিগুরুর অমর সৃষ্টি এসব সুরের মূর্চ্ছনায় মিলনায়তনে মূর্ত হয়ে ওঠেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবির কবিতা আবৃত্তি করেন জহিরুল হক খান, উম্মে হাবিবা শিবলী ও আবৃত্তি ডালিয়া আহমেদ।
‘মম চিত্তে নিতি নৃত্যে কে-যে নাচে’ গানের সাথে দলীয়নৃত্য পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সোমবার (৮ মে) ছায়ানটে শুরু হয় দুইদিনের এই রবীন্দ্র উৎসব।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এইচএমএস/এমজেএফ