বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ঢাকা বিভাগীয় কোটায় ক্যাটাগরি-১ থেকে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিমের পথ প্রায় নিশ্চিত হয়ে গেছে। তাদের চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত লড়াইয়ের মাঠে টিকতে পারেননি বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়ে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরও সংগ্রহ করেছিলেন। ফলে দুইটি পরিচালক পদের বিপরীতে তিন প্রার্থীর লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা, রেদোয়ানের মনোনয়নপত্রে দেওয়া সমর্থকের স্বাক্ষরের সঙ্গে ওই সমর্থকের কাউন্সিলর ফরমের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এখন ঢাকা বিভাগের দুই প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও নাজমুল আবেদিন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)।
রেদোয়ান ছাড়াও আরও দুইজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা হলেন- চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। একই কারণে, প্রস্তাবক বা সমর্থকের স্বাক্ষরের অমিল।
চাঁদপুরের প্রার্থী বাতিল হওয়ায় চট্টগ্রাম বিভাগের দুই পরিচালক পদের জন্য তিনজন বৈধ প্রার্থী রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, খ্যাতনামা সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
রাজশাহী বিভাগের একটি পরিচালক পদে এখন বৈধ প্রার্থী তিনজন- চাঁপাইনবাবগঞ্জের মুখলেসুর রহমান, জয়পুরহাটের এস এম শামস মতিন ও পাবনার তওহীদ তারিক খান।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগের রাহাত সামস এবং খুলনা বিভাগের আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৪৮টি বৈধ ও ৩টি বাতিল হয়েছে। ক্যাটাগরি-২ এর ৩০টি এবং ক্যাটাগরি-৩ এর তিনটি মনোনয়নই বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। মঙ্গলবার প্রার্থীদের ওপর আপত্তি ও শুনানি, বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তথ্যসূত্র: টি স্পোর্টস
এমএইচএম