ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছক্কা ফাওয়াদ হতে চান তিনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ছক্কা ফাওয়াদ হতে চান তিনি! ফাওয়াদ আলম

ঢাকা: বাংলাদেশের টাইগার শিবিরে আতঙ্ক ছড়াতে প্রস্তুত হচ্ছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম। মাশরাফি, তাসকিন, সাকিবদের সীমানা ছাড়া করতে দলের প্রয়োজনে বেশি বেশি ছক্কা হাঁকাতে চান ফাওয়াদ।



দলীয় অনুশীলনে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে সংবাদ কর্মীদের ফাওয়াদ বলেন, আমি বাংলাদেশের বিপক্ষে ছক্কা হাঁকাতে চাই। আমার ইনিংসে ছক্কার পাশাপাশি বেশি বেশি চার এবং সিঙ্গেলস আর ডাবলস থাকবে। এভাবেই আমি নিজের ইনিংস লম্বা করতে চাই।

তিনি আরও যোগ করেন, আমার প্রাথমিক লক্ষ্য থাকবে আসন্ন সিরিজে দলের ইনিংসকে টেনে নিয়ে যাওয়া। যেহেতু মিসবাহ উল হক এবং ইউনুস খান পাকিস্তানের ‘ওয়াল’ খেতাব পেয়েছেন, ওয়ানডেতে তাদের অবর্তমানে আমাদের মতো নতুনরা সুযোগকে কাজে লাগাতে চাইবে।

নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলী প্রসঙ্গে ফাওয়াদ বলেন, নতুন অধিনায়কের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর বাংলাদেশ আমাদের সহজ প্রতিপক্ষ হবে না। বিশ্বকাপ আসর থেকে তারা যথেষ্ট শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমান করেছে।

৩৫ ওয়ানডে ম্যাচ খেলা ফাওয়াদ আলমের একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট রান ৯৪৮। একটি শতক সহ ফাওয়াদের রয়েছে ৬টি অর্ধশতক। তবে, যেই ফাওয়াদ টাইগারদের বিপক্ষে দলের প্রয়োজনে বেশি বেশি ছক্কা হাঁকাতে চাইছেন ওয়ানডেতে তার ক্যারিয়ারে সর্বসাকুল্যে ছয় রয়েছে মাত্র ৬টি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।