ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজস্থানের ফকনার হারালো পাঞ্জাবকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
রাজস্থানের ফকনার হারালো পাঞ্জাবকে

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়েলস। কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৬ রানে হারিয়ে অষ্টম আসরে নিজেদের শুরুটা ভালোই করল রাজস্থান।

জেমস ফকনারের অলরাউন্ড পারফর্মে জয় পেয়েছে রাজস্থান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জর্জ বেইলির পাঞ্জাব। প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দলীয় ৫ রানের মাথায় ওপেনার অজিঙ্কা রাহানেকে হারায় রাজস্থান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজস্থানের নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জেমস ফকনার। ৩৩ বলে দুটি চার আর তিনটি ছয়ে ফকনার তার ইনিংসটি সাজান। এছাড়া স্টিভেন স্মিথ ২৩ বলে করেন ৩৩ ও দীপক হুদা করেন ১৫ বলে করেন ৩০ রান।

১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত কোনো রান না করেই বিদায় নেন পাঞ্জাবের ওপেনার বিরেন্দর শেওয়াগ। আরেক ওপেনার মুরালি বিজয় করেন ৩২ বলে ৩৭ রান। মিডল অর্ডারে নেমে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৭ রান করে বিদায় নেন। ডেভিড মিলার ২৩, আকসার প্যাটেল ও  জর্জ বেইলি প্রত্যেকে ২৪ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। রাজস্থানের হয়ে ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ফকনার। এছাড়া দুটি উইকেট পান টিম সাউদি।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।