ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে জুনায়েদ ইন, সোহেল আউট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
বাংলাদেশ সফরে জুনায়েদ ইন, সোহেল আউট

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে আসছে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের ফাস্ট বোলার সোহেল খান। আর তার পরিবর্তে ওয়ানডে দলে ফিরছেন ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলতে পারা জুনায়েদ খান।

তবে জুনায়েদকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রাখা হয়েছিল।

৩১ বছর বয়সী সোহেল দলের অনুশীলন ক্যাম্পে আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান। তাকে দ্রুত দলের চিকিৎসকে দেখানো হলেও পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে য‍াবার পর তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়।

২০১৫ বিশ্বকাপে সোহেল দলে আবারো সুযোগ পান। পরে চিরপ্রতিদ্বন্দী ভারতে বিপক্ষে পাঁচ উইকেট সহ আসরে ১২টি উইকেট পেয়েছিলেন। এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচটি ওয়ানডে খেলেছিলেন সোহেল।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।