ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: পাক অধিনায়ক আজহার আলী

ঢাকা: পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলী আসন্ন বাংলাদেশ সফরে টাইগার বাহিনীকে বেশ সমীহ করছেন। তার মতে, বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশ বেশ শক্তিশালী একটি দলে পরিণত হয়েছে।

নতুন এ পাক দলপতি মনে করেন আসন্ন সিরিজটি তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার আয়োজনে সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার পর পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহন করেন মিসবাহ উল হক। তার স্থলাভিষিক্ত হন আজহার আলী। ৩০ বছর বয়সী আজহার আলীর বাংলাদেশ সফর দিয়ে দলের দায়িত্ব পালনের অভিষেক ঘটতে যাচ্ছে।

নতুন এ পাক অধিনায়ক আসন্ন সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা। তারা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনাল খেলেছে। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল।

আজহার আলী আরও বলেন, দিনের পর দিন বাংলাদেশ তাদের নিজেদের খেলায় উন্নতি করে যাচ্ছে। নিজেদের কন্ডিশনে তারা কঠিন প্রতিপক্ষ। তাই আমরা বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছি না। দুই দলের কঠিন লড়াইয়ে আমার তরুণ ক্রিকেটাররা ভালো করবে বলে আশা রাখছি।

তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে পাকিস্তান সিরিজের যাত্রা শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।