ফতুল্লা থেকে: মূল সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সফরকারী দলকে মানিয়ে নিতে হয় আবহাওয়ার সঙ্গে। প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশন সম্পর্কে নিতে হয় ধারণা।
প্রায় এক মাসের সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার (১৫ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশ ও পাকিস্তান দলের মাঝে প্রস্তুতি ম্যাচ হবে- এটা নির্ধারিত ছিল সফরসূচিতে। তবে ধারণা ছিল না, এদিন নারায়ণগঞ্জবাসী এভাবে হুমড়ি খেয়ে পড়বে প্রস্ততি ম্যাচে।
সাড়ে ৯টায় ম্যাচ শুরু হলেও সকাল সাড়ে ৮টা থেকেই স্টেডিয়াম গেটের আশে-পাশে দর্শকরা ঢুঁ মারছিলেন। খেলা শুরু হতেই স্টেডিয়াম গেটে চলেছে দর্শকদের হুড়োহুড়ি। স্বল্পসংখ্যাক পুলিশ সদস্য মিলে এদের সুশৃংখল করতেই ঘাম ছুটেছে।
বিকেলে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সময় স্টেডিয়ামের সাধারণ গ্যালারি পূর্ণ হয়ে ওঠে দশর্কে। মাঠের পশ্চিম কোনের গ্যালারি থেকে পাকিস্তানের এক ক্রিকেটারকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে এক দর্শক। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এমন কান্ড ঘটায় দর্শকরা। এরপর দুই-তিন মিনিট বন্ধ থাকে খেলা!
ম্যাচ অফিশিয়াল ও বিসিবি’র নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে কথা হয় মাঠের পশ্চিম কোনে থাকা ম্যাচ কাভার করতে আসা এক ফটো-সাংবাদিকের সঙ্গে। তিনি জানান, ‘পুলিশ সদস্যরা দর্শকদের দিকে না তাকিয়ে খেলা উপভোগ করছিলেন। এ সময়ই এক দর্শক মাঠে ঢিল ছুড়ে মারেন। ’
পাকিস্তান সিরিজকে সামনে রেখে গতকাল পর্যন্ত ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। বিভিন্ন কারণ দেখিয়ে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না পাকিস্তান দলের ক্রিকেটার ও অফিশিয়ালরা।
১৩ এপ্রিল পাকিস্তান দল ঢাকায় পৌঁছানোর দিনও বিমানবন্দরে দেখা গেছে নিরাপত্তা বলয়। খেলোয়াড়দের মুখও পর্যন্ত দেখতে পারেননি সাংবাদিকরা।
অথচ প্রস্তুতি ম্যাচের দিন নিরাপত্তার এসব কড়াকড়ি চোখেই পড়ল না। প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো ছিল এমন দায়সারা ভাব!
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/এমএমএস