ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চাপের মুখে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের ছুঁড়ে দেয়া ৪৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে দুই উইকেটে ৯৮ রান করেছে ক্যারিবীয়রা।
স্কোর: ইংল্যান্ড-৩৯৯ ও ৩৩৩/৭ (ডিক্লে.)
ওয়েস্ট ইন্ডিজ-২৯৫ ও ৯৮/২
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় সাত রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট (৫)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে চাপ সামাল দেন ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভো। ইংলিশ অফ স্পিনার জো রুট ব্রাভোকে (৩২) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন।
এরপর আর কোনো উইকেটের পতন ঘটেনি। দুই উইকেটে ৯৮ রান করে দিন শেষ করে ক্যারিবীয়রা। স্মিথ ৫৯ ও মারলন স্যামুয়েলস দুই রানে অপরাজিত আছেন।
এর অাগে আগের দিনের করা তিন উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাট করতে নামে সফরকারীরা। ১৬৬ রানের মাথায় রুট (৫৯) আউট হলেও অপর প্রান্তে থাকা গ্যারি ব্যালান্স সেঞ্চুরি তুলে নেন। জস বাটলার ৫৯ রানে অপরাজিত থাকেন। ৮৬ ওভার শেষে সাত উইকেটে ৩৩৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা।
ক্যারিবীয়দের হয়ে জেরম টেইলর ও সুলেমান বেন দু’টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরএম/