ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ষোলো বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। এরপর বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও আর কোনো ফরম্যাটেই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।



তবে তিনটি ওয়ানডে, দু’টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে আসা দলটি প্রস্তুতি ম্যাচেই বিসিবি একাদশের কাছেই হেরেছে। এ হার মূল প্রতিযোগিতায় পাকিস্তান দলকে চাপে রাখবে তা নিশ্চিত করে বলাই যায়, সঙ্গে যোগ হয়েছে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া লেগ স্পিনার ইয়াসির শাহ’র দল থেকে ছিটকে পড়া।

সদ্য বিশ্বকাপ মিশন শেষ করা টাইগার খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছে। এছাড়া প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো সাব্বির ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াবেন।

অন্যদিকে, বিশ্বকাপের পর পাকিস্তান দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। অধিনায়ক হিসেবে শুক্রবার প্রথম মাঠে নামছেন আজাহার আলী। দলে নেই মিসবাহ-উল হক, আফ্রিদির মতো অভিজ্ঞরা। এসব বিবেচনায় পাকিস্তানের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখা যায়। বাড়তি হিসেবে টাইগারদের জন্য রয়েছে নিজেদের কন্ডিশন, মাঠ।

দু’দলের খেলোয়াড়দের ম্যাচ অভিজ্ঞতা বিবেচনায় দেখা যায়, মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল ছাড়া শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আর কোনো খেলোয়াড়ের। সেদিকে বাংলাদেশ দলে রয়েছেন পাঁচজন খেলোয়াড়। তারা হলেন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

বিপক্ষ দলের ওপর চাপ তৈরি করে সেঞ্চুরি তুলে নেওয়া পাঁচ খেলোয়াড় রয়েছেন টাইগার দলে। ওপেনিংয়ে তামিমের পর (৪), মিডল ‍অর্ডারে সাকিব আল হাসান (৬), মাহমুদুল্লাহ রিয়াদ (২), মুশফিকুর রহিম (২) ও টেলেন্ডারে নাসির হোসেনের (১) রয়েছে শতক হাঁকানোর অভিজ্ঞতা। সঙ্গে রয়েছেন প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো তরুণ সাব্বির আহমেদ।

পাকিস্তান দলে সেঞ্চুরির অভিজ্ঞতা মাত্র তিন খেলোয়াড়ের। এর মধ্যে মোহাম্মদ হাফিজের নয়টি সেঞ্চুরি থাকলেও অপর দুই ব্যাটসম্যান ফাওয়াদ আলম ও সরফরাজ আহমেদের রয়েছে একটি করে শতক।

অর্ধশতকের দিক থেকেও এগিয়ে টাইগাররা। পাকিস্তান স্কোয়াডে যেখানে অর্ধশতকের সংখ্যা ৪৭টি, বাংলাদেশের সেখানে দ্বিগুনেরও বেশি, ১০১টি।

মোটামুটি নবাগত দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আজহার আলীর। এছাড়া সাদ নাসিম, সামি আসলাম, মোহাম্মদ রেজওয়ানরা সদ্য দলে সুযোগ পেয়েছেন।

এ ম্যাচে টাইগার সমর্থকরা মাঠে দেখছেন না দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিশ্বকাপে টানা দুই ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় তার এ অনুপস্থিতি।

তার পরিবর্তে টাইগার দলের নেতৃত্ব দেবেন অল রাউন্ডার সাকিব আল হাসান।

মাশরাফি না থাকলেও টাইগার বোলিংয়ে রয়েছেন বিশ্বকাপে ঝড় তোলা পেসার রুবেল হোসেন, তাসকিন আহমেদ, রয়েছেন আরাফাত সানির মতো স্পিনার।

পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্ব দেবেন দুই বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান। আর সঙ্গে রয়েছেন অনেকদিন পর দলে ফেরা স্পিনার সাঈদ আজমল।   

ওডিআই সিরিজের প্রথম দিবারাত্রির ম্যাচটি শুরু হবে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায়। ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।