ঢাকা: বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচে টাইগারদের থেকে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে পাক ক্রিকেট দল। পাকিস্তান এখন পর্যন্ত তাদের ইতিহাসে ৮৩৫টি একদিনের ম্যাচ খেলেছে।
অন্যদিকে দু’দলের মুখোমুখি লড়াইয়ে ৩২ বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে বাকি সবক'টি ম্যাচে পাকিস্তানের জয়। তবে আজকের ম্যাচে একটি দিক থেকে পাকিস্তান থেকে ভালোই এগিয়ে বাংলাদেশ দল।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে নেমেছেন চারজন ক্রিকেটার যাদের ১০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে পাকিস্তানের রয়েছেন মাত্র দু’জন ক্রিকেটার।
টাইগার ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওপেনার তামিম ইকবাল (১৪২), মাহমুদুল্লাহ রিয়াদ (১১৭), মুশফিকুর রহিম (১৪৭) ও সাকিব আল হাসান (১৪৮)।
আর পাক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাফিজ (১৫৬) ও সাঈদ আজমল (১১২)।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএমএস