ঢাকা: ১৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৬ বলে তিনটি চার হাঁকিয়ে ২০ রান করেন সৌম্য।
১৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫১ রান।
১৪২ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল অসাধারণ খেলে চলেছেন। নিজের ফর্মের সঙ্গে যুদ্ধ করতে থাকা এ বাঁহাতি বেশ সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন।
পাওয়ার প্লে’তে টাইগাররা কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান।
এর আগে পাকিস্তান বধে বাংলাদেশের ইনিংস শুরু করতে ব্যাট হাতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। পাকিস্তান পেসার জুনায়েদ খানের প্রথম ওভার থেকে টাইগারদের দুই ওপেনার দুই রান নিয়ে ইনিংস শুরু করেন।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।
১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে অবিস্মরণীয় এক সাফল্য পেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের দলটি। এরপর কেটে গেছে প্রায় ১৬ বছর। অথচ বাংলাদেশের সুখ-স্মৃতিতে ওই একটি ম্যাচই। এরপর আর পাকিস্তানকে হারাতে সক্ষম হয়নি বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই জয় চায় বাংলাদেশ। ১৬ বছরের গেরো থেকে মুক্ত হতে চায় তারা। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আশার কথাই শোনান সাকিব।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।
পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিম।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর
** পাওয়ার প্লে’তে টাইগারদের সংগ্রহ ৪৪
** টাইগারদের সাবলীল ব্যাটিং
** ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনাররা
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ