ঢাকা: সুদূর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কাছ থেকে দেখা হয়নি কোটি টাইগার-ভক্তের। মাঠে গিয়ে খেলা দেখতে না পারার আক্ষেপ যাদের ছিল, তারা এবার পেয়েছেন ঘরের মাঠে পাকিস্তান সিরিজ।
পাকিস্তান সিরিজে জার্সি বদলায়নি বাংলাদেশ দল। বিশ্বকাপে যে জার্সিতে দেখা গেছে টাইগারদের সেটিই আছে এই সিরিজে। তাইতো বিশ্বকাপ উপলক্ষে কেনা জার্সিটির আবেদন হারায়নি। আর সেই লাল-সবুজ জার্সি গায়েই গ্যালারি রঙিন করে রেখেছেন সমর্থকরা।
দর্শকে কানায় কানায় পূর্ণ শুক্রবারের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। অধিকাংশ দর্শকের গায়েই শোভা পেয়েছে বাংলাদেশ দলের জার্সি।
জার্সি গায়ে শুধু খেলা দেখাই নয়; পাকিস্তান দলের হুংকার থামাতে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে চাঙ্গা রাখছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। তামিম ইকবালকে প্যাভিলিয়নে পাঠাতে না পারার আক্ষেপে যখনই পাক-পেসাররা চোখ রাঙাচ্ছেন তার দিকে, তখনই উচ্চস্বরে আওয়াজ তুলছেন দর্শকরা। তামিমের ব্যাটের সঙ্গে জবাবটা দিচ্ছেন দর্শকরাও!
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এসকে/এমআর