ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপ্রতিরোধ্য তামিম-মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অপ্রতিরোধ্য তামিম-মুশফিক ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: শতক হাঁকিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন তামিম ইকবাল। ১২৩ বলে ১৫টি চার আর ৩টি ছয়ে তামিম ১২৫ রানে অপরাজিত আছেন।

তাকে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন মুশফিক। মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিক ৫২ বলে ৬৬ রান করে অপরাজিত রয়েছেন।

দলীয় ৬৭ রানের মাথায় দুই ব্যাটসম্যানকে হারানোর পর তামিম আর মুশফিক মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। এ দুই টাইগার ব্যাটিং ক্রিজে অপ্রতিরোধ্য থেকে ব্যাট চালিয়ে পাক শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

এর আগে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে নিজের জাত চেনান তামিম ইকবাল। ৭৫ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকানো তামিম ১১২ বলে নিজের শতক পূর্ণ করেন।

৩৮ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২১ রান। তামিম এবং মুশফিক ১৫৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।

এর আগে পাকিস্তান বধে বাংলাদেশের ইনিংস শুরু করতে ব্যাট হাতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। পাকিস্তান পেসার জুনায়েদ খানের প্রথম ওভার থেকে টাইগারদের দুই ওপেনার দুই রান নিয়ে ইনিংস শুরু করেন।

১৪২ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল বেশ সতর্ক থেকেই ব্যাট চালান। আর তাকে সঙ্গ দিয়ে ওপেনিং জুটিতে ৪৮ রান তুলতে সহায়তা করেন ৮টি ওয়ানডে ম্যাচ খেলা সৌম্য সরকার।

১৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৬ বলে তিনটি চার হাঁকিয়ে ২০ রান করেন সৌম্য।

সৌম্যর বিদায়ের পর ব্যাটিং ক্রিজে আসেন মাহামুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের চমক জাগানো মাহামুদুল্লাহ নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে ৫ রান করে রাহাত আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

পাওয়ার প্লে’তে টাইগাররা কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৬৭ রান। ৩০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১৪০ রান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর

** চলছে তামিম-মুশফিক ঝড়...
** বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন তামিম-মুশফিক
** তামিম-মুশফিকের জুটিতে দলীয় শতক
** সৌম্যর পর রিয়াদও সাজঘরে
** সৌম্যর বিদায়ে নেমেছেন রিয়াদ
** পাওয়ার প্লে’তে টাইগারদের সংগ্রহ ৪৪
** টাইগারদের সাবলীল ব্যাটিং
** ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনাররা
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।