ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩৩০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
৩৩০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

ঢাকা: তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ৩৩০ রানে টার্গেটে ব্যাট করতে নেমেছেন পাকিস্তানি উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও আজহার আলি।



টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান। পাকিস্তানের বিপক্ষে আগের দলীয় ৩২৬ রানের সর্বোচ্চ রানও আজ পেরিয়ে যায় লাল-সবুজের বাংলাদেশ। যে কোনো দলের বিপক্ষে তাই এটিই টাইগারদের দলীয় সর্বোচ্চ রান।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৮ রানের জুটি গড়েন তামিম-মুশফিক।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর/এমজেএফ

** জোড়া শতকে টাইগারদের রেকর্ড সংগ্রহ
** তামিমের পর মুশফিকের শতক
** অপ্রতিরোধ্য তামিম-মুশফিক
** চলছে তামিম-মুশফিক ঝড়...
** বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন তামিম-মুশফিক
** তামিম-মুশফিকের জুটিতে দলীয় শতক
** সৌম্যর পর রিয়াদও সাজঘরে
** সৌম্যর বিদায়ে নেমেছেন রিয়াদ
** পাওয়ার প্লে’তে টাইগারদের সংগ্রহ ৪৪
** টাইগারদের সাবলীল ব্যাটিং
** ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনাররা
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।