ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব না থাকায় গম্ভিরের আফসোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
সাকিব না থাকায় গম্ভিরের আফসোস

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেই দেশে ফেরত এসেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব না থাকায় বেশ আফসোসই হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দলটির।



কেকেআরে’র অধিনায়ক গৌতম গম্ভির তার ফেসবুক পেজে সাকিবের গুরুত্ব বোঝাতে গিয়ে লিখেন, ‘সাকিব আমাদের দলের সেরা একজন ক্রিকেটার। অবশ্যই আমরা তাকে আবারো দলে চাই। সে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ’

এবারের আসরে সাকিব দুটি ম্যাচ খেলে সমান দুটি উইকেট পেয়েছেন। তবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ না পেলেও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কোন রান না করে রান আউটের ফাঁদে পড়েন।

এর আগে গতবার কেকেআরে’র দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ে সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেবার তিনি আসরের সেরা অলরাউন্ডার নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।