ঢাকা: টেস্ট সিরিজ শুরুর আগেই আরেকটি দু:সংবাদ এল পাকিস্তান শিবিরে। পাক-পেসার রাহাত আলী ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন।
শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, ‘হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টেস্ট সিরিজ মিস করছেন রাহাত আলী। শিগগিরই তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। ’
এর আগে ইনজুরির কারণে বাংলাদেশ সফরের দল থেকে ছিটকে যান শোয়েব মাকসুদ, ইয়াসির শাহ, এহসান আদিল ও সোহেল খান। বাংলাদেশ সফরে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে ইনজুরির কবলে পড়ে দল থেকে ছিটকে যেতে হলো রাহাত আলীকে।
আগামী ২৮ এপ্রিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৬ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
পাকিস্তানের বাংলাদেশ সফর শুরু হয় ওয়ানডে সিরিজ দিয়ে। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ (৩-০) হয় সফরকারীরা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশের কাছে হার মানে পাকিস্তান দল।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৫
এসকে/এমএমএস