ঢাকা: মঙ্গলবার (২৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই রানের জয় পায় চেন্নাই সুপার কিংস। তবে, দলের নির্ভরযোগ্য বোলার রবিচন্দ্রন অশ্বিনকে পরের দুই ম্যাচে পাচ্ছে না চেন্নাই।
লো স্কোরিং ম্যাচ হলেও ১৩৫ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি গৌতম গম্ভীরের কলকাতা। চেন্নাইয়ের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ানো রবীন উথাপ্পাকে (১৭ বলে ৩৯) ফেরান অশ্বিন। তার স্পিন ঘূর্ণির দ্বিতীয় শিকারে পরিণত হন ১৫ রান করা মানিশ পান্ডে।
ক্যাচ ধরতে গিয়ে বলের আঘাতে ডান হাতের মাঝের আঙ্গুলে চিড় ধরে অশ্বিনের। ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার আগে দুই ওভার বোলিং করে পাঁচ রানের বিনিময়ে তুলে নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট।
চেন্নাইয়ের টিম ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণ বলেন, ‘অশ্বিনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী দুই ম্যাচে বিশ্রামে থাকবে। ’
ইডেন গার্ডেনসে কালই (৩০ এপ্রিল) আবার শাহরুখ খানের কলকাতার মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। পরের ম্যাচ ২ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএম