ঢাকা: তামিম ইকবালের টেস্ট ক্যারিয়ার শুরু ২০০৮ সালের জানুয়ারিতে। দুই বছরের মাথায় ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম দেড়’শ রানের ইনিংস খেলেছিলেন তামিম।
শনিবার পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে নিজের গড়া রেকর্ডটি ভাঙলেন তামিম ইকবাল। এ ড্যাশিং ওপেনার আজ নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন। পাঁচ বছর পর তামিম তার সর্বোচ্চ রানের ইনিংসটির দেখা পেলেন।
শুক্রবার খুলনা টেস্টের চতুর্থ দিনে ১৩৮ রানে অপরাজিত ছিলেন তামিম।
চতুর্থ দিন তামিম ৬৩ বল মোকাবেলায় ৭টি চারের সাহায্যে অর্ধশতক তুলে নেন। আরো ৬০ বল খেলে চারটি চার ও তিন ছক্কায় শতক পূরণ করেন। এরই সঙ্গে মোহাম্মদ আশরাফুলকে টপকে হয়ে যান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরিয়ান।
এর আগে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি করে টেস্ট শতক হাঁকান তামিম। আর বাকি দুইটি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক পূরণ করেন। আর পরের বছরই ভারতীয়দের বিপক্ষে খেলেন ১৫১ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০২ মে ২০১৫
এসকে/এমআর