ঢাকা: ইনজুরির কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। খুলনায় সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বোলিং করার সময় পায়ের পেশীতে টান লেগেছিল রুবেলের।
রোববার (০৩ মে) ঘোষিত দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে রাখা হয়েছিল রুবেল হোসেনকে। খুলনা টেস্টের দলটিই অপরিবর্তিত রেখেছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে দলে একটি পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
ধারণা করা হয়েছিল রুবেলের ইনজুরি ততটা মারাত্মক নয়। কিন্তু পেশীতে ব্যাথা না কমায় শেষ মুহূর্তে রুবেলকে ঢাকা টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রুবেলের পরিবর্তে দলে কে ঢুকবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হলেও ক্রিকেটারটির নাম এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, রুবেলের পরিবর্তে আবুল হোসেন রাজুর খেলার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম টেস্টে ২২ ওভার বল করে রুবেল তিনটি মেডেন নিয়ে ৮২ রান খরচ করেন। কোনো উইকেট ছিল না তার ঝুলিতে।
উল্লেখ্য, ৬ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এসকে/এমআর