ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ৪, ২০১৫
মাশরাফির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথমারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগাররা।

এরই ধারাবাহিকতায় ঘরের মাঠে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এদিকে দলের এমন সাফল্য ধরে রেখে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলতে চান টাইগারদের রঙ্গিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি জানান, এই পারর্ফম ধরে রেখে আগামী ম্যাচ গুলোতে খেলতে চান তারা।

এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমরা খুব দ্রুতই র‌্যাংকিংয়ে উন্নতি করেছি। আসলে কেউই ভাবেনি ব্যাপারটি এতো তাড়াতাড়ি ঘটবে। আমাদের সামনে প্রচুর খেলা রয়েছে, যেখানে আমরা ভালো করে এগিয়ে যেতে পারব। দ্রুতই আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে আগামী সিরিজ গুলোতে ভালো করা। ’

সম্প্রতি পাকিস্তানকে ৩-০তে ওয়ানডে সিরিজ হারানো টাইগার দলপতি আরো বলেন, ‘সত্যিই যদি আমরা আগামী সিরিজ গুলোতে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সরাসরি খেলা সম্ভব। ’

আগামী ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। যেখানে র‌্যাংকিংয়ের সেরা আট দল খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেরা আটে থাকতে হবে।

অন্যদিকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও যদি টাইগারদের সরাসরি খেলতে হয় তবে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত সেরা আটে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।