ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৪ রানে জিতে একদিন পর আবারো লিগ টেবিলের শীর্ষে অবস্থান নিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেয়া ১৪৯ রানের জবাবে ১৯.৪ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় বিরাট কোহলিরা।
১৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালুরু। তবে একপ্রান্ত আগলে রেখে একাই ব্যাটিং করে যান অধিনায়ক কোহলি। ৪৪ বলে দুই চার ও এক ছয়ে ৪৮ রান করার পর দলনেতা আউট হলে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে দলের অন্য ব্যাটসম্যানরা।
চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান আশিস নেহেরা। তিনি চার ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে উইকেট গুলো পান। এছাড়া দুটি করে উইকেট পান ইশ্বর পান্ডে ও ডোয়েন ব্রাভো।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সুরেশ রায়না। ৪৬ বলে পাঁচ চার ও এক ছয়ে তিনি তার ইনিংসটি সাজান। অধিনায়ক ধোনির ব্যাট থেকে আসে ২৯ রান। ব্যাঙ্গালুরুর মিচেল স্টার্ক চার ওভারে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন।
নিজেদের ১০ খেলায় সাত জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চেন্নাই। সেরা চারে পরের অবস্থান গুলোতে আছে যথাক্রমে রাজস্থান রয়েলস, ব্যাঙ্গালুরু ও কোলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এমএমএস