ঢাকা: চলতি পাকিস্তান সিরিজের পর পরই বাংলাদেশে আসছে ভারত। আগামী জুন মাসের ৭ তারিখ বাংলাদেশ সফরে আসছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে, সোমবার (০৪ মে) রাতে বিষয়টি মিডিয়া রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে। সফরে টিম ইন্ডিয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানোনো হয় ৭ জুন বাংলাদেশে আসলেও টিম ইন্ডিয়া ২৬ জুন বাংলাদেশ ত্যাগ করবে।
বিসিবি থেকে জানানো হয়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে লড়বে ভারত। আর একমাত্র টেস্ট ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট ম্যাচের মধ্যদিয়ে তারা সফর শুরু করবে।
বিসিবি থেকে আরও জানানো হয়, ৮ ও ৯ জুন বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা অনুশীলন করবে। ১০-১৪ জুন প্রথম টেস্টে মাঠে নামবে অতিথিরা। ১৫, ১৬ আর ১৭ জুন ভারতীয়রা অনুশীলন করবে।
১৮ জুন প্রথম ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ১৯ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। আর ২০ জুন আবারো অনুশীলন করবে ভারত।
টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে ২১ জুন। ২২ জুন রিজার্ভ ডে আর ২৩ জুন অনুশীলন রয়েছে টিম ইন্ডিয়ার। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারত মাঠে নামবে ২৪ জুন। পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ২৬ জুন ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টিম ইন্ডিয়া।
তিনটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির হবে বলে জানায় বিসিবি।
গত বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসনের দ্বন্দ্ব দুই দেশের সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসির সভাপতি ও চেয়ারম্যানের দ্বন্দ্ব দুই দেশের সিরিজের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৪, ২০১৫ আপডেট: ২১৫০ ঘণ্টা
এএ/এমআর