ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ক্যারিয়ারের ইতি টানলেন জোনাথন ট্রট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, মে ৫, ২০১৫
ক্যারিয়ারের ইতি টানলেন জোনাথন ট্রট জোনাথন ট্রট

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রট। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বমোট ৭২ রান করার পর এমন সিদ্ধান্ত নেন ট্রট।

অসুস্থতার কারণে ১৬ মাস পরে ক্রিকেটে ফেরা এ ক্রিকেটার অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন।

এর আগে ২০১৩-১৪ অ্যাশেজ মৌসুমে ব্রিসবেন টেস্টে মিচেল জনসনের বাউন্সি বলে দুই ইনিংসে আউট হলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ট্রট। তবে ১৬ মাস পরে ঘারোয়া ক্রিকেটে ভালো খেলে আবারো দলে ডাক পান তিনি।

২০০৯ সালে ক্যারিয়ার শুরু করা ট্রট সর্বমোট ৫২টি টেস্ট খেলেছেন। যেখানে ৪৪.০৮ গড়ে নয়টি সেঞ্চুরি ও ১৯ হাফ-সেঞ্চুরিতে ৩৮৩৫ রান করেছেন।

পাশাপাশি ৬৮ ওয়ানডে ম্যাচ খেলে ৫১.২৫ গড়ে চারটি সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরি সহ ২৮১৯ রান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।