ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান এখনো ঝুঁকিপূর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
পাকিস্তান এখনো ঝুঁকিপূর্ণ লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম

ঢাকা: গত সপ্তাহে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে, ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে সংশয় প্রকাশ করেছে দ্য ফেডারেল অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।



এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইটারের মাধ্যমে ঘোষণা দেয়, জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৯ মে লাহোরে এসে পৌঁছাবে। ২২ মে থেকে ৩১ মে’র মধ্যে দু’টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সাতটি টেস্ট খেলুড়ে দেশের জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংস্থা ‘ফিকা’ জিম্বাবুয়ের পাকিস্তান সফরের ঝুঁকি নেওয়াকে অগ্রহণযোগ্য হিসেবে দাবি করে। অবশ্য, পাকিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে এই সংস্থাটির কোনো যোগসাজস নেই। তা সত্ত্বেও ফিকা’র এক্সিকিউটিভ চেয়ারম্যান টনি আইরিশ এর বিরোধিতা করছেন।

সোমবার (০৪ মে) অ্যাসোসিয়েটেড প্রেস বরাবর ই-মেইলের মাধ্যমে আইরিশ জানায়, আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনে পাকিস্তান এখনো ঝুঁকিপূর্ণ। যা মোটেই গ্রহণযোগ্য নয়। আমাদের নিরাপত্তা পরামর্শদাতাদের মতে, কোনো দেশেরই পাকিস্তান সফর করা উচিৎ হবে না। ’

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে এসে শ্রীলঙ্কার টিম বাস সন্ত্রাসী হামলার শিকার হয়। এই মর্মান্তিক ঘটনায় ছয়জন পাকিস্তানি পুলিশ সহ দুইজন সাধারণ মানুষ নিহত হন। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেট দলের ছয়জন ক্রিকেটার আহত হয়। এর পর থেকেই পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, মে ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।