ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান বধে টাইগারদের কঠোর অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
পাকিস্তান বধে টাইগারদের কঠোর অনুশীলন ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খুলনার পর ঢাকা টেস্টেও ভালো করার প্রত্যায় নিয়ে মঙ্গলবার কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল।



সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে অনুশীলন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্মআপ সেশনের পর ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন সাকিব-তামিম-মুশফিকরা। রুবেল হোসেনের ইনজুরির কারনে দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়া আবুল হাসান রাজুও এদিন অনুশীলনে যোগ দেন।

ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরানোর পর স্লিপ-ক্যাচিং অনুশীলন করেন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। এ সময় গ্লাভস হাতে কিপিং অনুশীলন করেন মুশফিকুর রহিম।

খুলনা টেস্টে বল লেগে ডান হাতের আঙ্গুল মচকে গিয়েছিল মুশফিকের। পরে আর কিপিং করা হয়নি। ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ বাকি সময়টুকু উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন। তবে ঢাকা টেস্টের আগেই ফিট হয়ে উঠেছেন ‍মুশফিক। তাই গ্লাভস হাতে অনুশীলনে বাড়তি মনযোগী ছিলেন বাংলাদেশ দলপতি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৫ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।