ঢাকা: হাঁটুতে চোট পেয়ে ইনিংসের শুরুতেই মাঠ ছাড়েন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন। প্রথম ওভারের দ্বিতীয় বলে পাওয়া চোট তাকে মাঠের বাইরে রাখে প্রায় দেড়ঘণ্টা।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ওভার করতে আসেন অনেকদিন পর দলে ফেরা ডানহাতি পেসার শাহাদাত হোসেন। প্রথম বলটি ছোড়ার পরই চেহারায় অস্বস্তি ফুটে ওঠে শাহাদাতের। সে অস্বস্তি নিয়েই দ্বিতীয় বল করেন।
তার অস্বস্তি থাকার ইঙ্গিতও দেয় ফুলটস ওই বলটি। যা ইনিংসের প্রথম বাউন্ডারিতে রুপান্তর করেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।
চোট পাওয়ার পর ফিজিও মাঠে এসে শাহাদাতের ডান হাঁটুতে কিছু চিৎকিসা দেন। এরপর তাকে নিয়ে মাঠের বাইরে চলে যান। দুই বলের পর শাহাদাত মাঠের বাইরে চলে গেলে অসমাপ্ত ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
কিছুক্ষণ পর বাউন্ডারির সামনে স্ট্রেচিং করতে দেখা যায় শাহাদাতকে। এতে দ্রুতই তার মাঠে ফেরার ইঙ্গিত টাইগার সমর্থকদের মনে আশার সঞ্চার তৈরি করে।
অবশেষে ১৬ ওভার ১ বল পর টাইগার সমর্থকদের দুশিন্তা দূর করে মাঠে ফেরেন শাহাদাত। ততক্ষণে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজকে দর্শক সারিতে বসিয়েছেন টাইগার আরেক পেসার মোহাম্মদ শহীদ।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
জেডএস
** চাপের মধ্যেই পাকিস্তান
** শুরুর ধাক্কা সামলাতে ব্যস্ত পাকিস্তান
** হাফিজকে ফেরালেন শহীদ
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের
** বাংলাদেশের জন্য ‘ফাইনাল’