ঢাকা: অনুশীলনে নেমে ফের আঘাত পেয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা টাইগার পেসার শাহাদাত হোসেন রাজিব। এবার স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ঢাকা টেস্টে মধ্যাহ্ন বিরতির সময় সব খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে, বল হাতে তখন অনুশীলনে নামেন শাহাদাত। এ সময় বল করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার চিকিৎসা চলছে।
এর আগে ম্যাচের প্রথম ওভারে বল করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ওভারের দ্বিতীয় বল করতে এসে চোট পান শাহাদাত। প্রথম বলটি ছোড়ার পরই তার চেহারায় অস্বস্তি ফুটে ওঠে।
চোট পাওয়ার পর ফিজিও মাঠে এসে তার ডান হাঁটুতে চিকিৎসা দেন। এরপর তাকে নিয়ে মাঠের বাইরে চলে যান।
দু’বল পর শাহাদাত মাঠের বাইরে চলে গেলে অসমাপ্ত ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
তবে ম্যাচের ১৬.১ ওভারের সময় টাইগার সমর্থকদের দুশ্চিন্তা দূর করে মাঠে ফেরেন শাহাদাত। মাঠে ফিরেই পাকিস্তানি ওপেনার সামি আসলামের ক্যাচ তালুবন্দিও করেন তিনি।
** মাঠে ফিরলেন শাহাদাত
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসকে/জেডএস