ঢাকা: বুধবার দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ঢাকায় পৌঁছে সরাসরি চলে যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দিনের খেলা শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন পিসিবি চেয়ারম্যান। প্রথমেই তিনি তার ঢাকায় আগমনের কারণ ব্যাখ্যা করেন। পিসিবি প্রধান বলেন, ‘পাকিস্তান দলকে উৎসাহ দিতে আমি ঢাকায় এসেছি। পাকিস্তান দল ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে বড় ব্যবধানে হেরেছে। এতে আমি খুবই হতাশাগ্রস্ত। ’
এ সময় শাহরিয়ার খান বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ খেলেছে বাংলাদেশ দল। খুলনায় প্রথম টেস্টে প্রায় তিন’শ রানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এমন কাম-ব্যাক সত্যিই নজিরবিহীন। পাকিস্তান জেতার জন্য দুইটা দিন সময় পেয়েছিল। কিন্তু সেই দুই দিন বাংলাদেশই ব্যাট করে গেছে। পাকিস্তানের কাছ থেকে ম্যাচ বাঁচিয়ে নিয়ে গেছে। ’
তিনি আরো যোগ করে বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স দেখে আমি একটুও বিস্মিত নই। বিশ্বকাপ থেকেই আমরা দলটিকে (বাংলাদেশ) নোটিশ করছি। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। ’
পাকিস্তানের ফিল্ডারদের সমালোচনা করে শাহরিয়ার বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে হচ্ছে। ফিল্ডিং খেলার গুরুত্বপূর্ন একটি পার্ট। কেন এমন হচ্ছে সেটা নিয়ে শিঘ্রই টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করবো। ’
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসকে/এমএমএস
** মিরপুরে পিসিবি প্রধান