ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

`মিরপুর আমার জন্য সবসময়ই স্পেশাল'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ৮, ২০১৫
`মিরপুর আমার জন্য সবসময়ই স্পেশাল' ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে এক হাজার রান করার কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (০৮ মে) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে ইয়াসির শাহ’র বলে চার মেরে এই মাইলফলকে পৌঁছান সাকিব।



এমন কীর্তির পর সাংবাদিকদের সাকিব বলেন, ‘মিরপুর আমার জন্য সবসময়ই স্পেশাল। আমার ক্যারিয়ারের অর্ধেকটাই এখানে। ওয়ানডেতেও মনে হয়, এখানে আমার অনেক রান আছে। আমাদের দলের জন্যও মিরপুর স্পেশাল। ’

এক হাজার রানের মাইলফলকে পৌঁছাতে প্রথম ইনিংসে সাকিবের প্রয়োজন ছিল ৪৪ রান।   ৮৯ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মিরপুরে ১৩ টেস্ট খেলে এক সেঞ্চুরি ও সাত ফিফটিতে সাকিবের ব্যক্তিগত  সংগ্রহ এখন ১০৪৯ রান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।