বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ।
টিম বাংলাদেশের বছরের শুরুটা হয়েছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে।
তবে শ্রীলঙ্কা সফর ওই দুই সিরিজের চাইতে তুলনামূলক আলোচিত । কেননা এই সিরিজের মধ্য দিয়েই শততম টেস্ট জয়ের গৌরব লাভ করেছে লাল-সবুজের দল। আর এই জয়ে দুই ম্যাচ সিরিজের টেস্ট ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।
সফরকারীরা সমতা এনেছে ওয়ানডে সিরজেও। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ করছে।
এরপর দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশ বৃহস্পতিবারে (৬ এপ্রিল) দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে। এই সিরিজের মধ্যদিয়েই টি-২০ ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৭
এইচএল/এমএমএস