ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-স্মিথদের হারালো ম্যাক্সওয়েলের পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ধোনি-স্মিথদের হারালো ম্যাক্সওয়েলের পাঞ্জাব ছবি: সংগৃহীত

আইপিএলের জমজমাট দশম আসরের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আর দলপতি গ্লেন ম্যাক্সওয়েলের দল কিংস ইলিভেন পাঞ্জাব। স্টিভ স্মিথ, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকসদের পুনে সুপারজায়ান্টকে ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বেন স্টোকসের হাফ-সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে পুনে ১৬৩ রান তোলে। জবাবে, পাঞ্জাবের দলপতি ম্যাক্সওয়েলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে পাঞ্জাব।

ইন্দোর স্টেডিয়ামে আগে ব্যাট করা পুনের ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ রান করলেও আরেক ওপেনার আগারওয়াল কোনো রান না করেই বিদায় নেন। তিন নম্বরে নামা দলপতি স্টিভেন স্মিথ করেন ২৬ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার বেন স্টোকস ৩২ বলে দুটি চার আর তিনটি ছক্কায় করেন ৫০ রান।

ধোনির ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। মনোজ তিওয়ারি ২৩ বলে তিনটি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৪০ রান। ক্রিস্টিয়ানের ব্যাট থেকে আসে ১৭ রান।

পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন সন্দ্বীপ শর্মা। একটি করে উইকেট পান আকসার প্যাটেল, নাতারঞ্জন, স্টোইনিস আর স্বপ্নীল সিং।

১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার হাশিম আমলা ২৭ বলে ২৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার মানান ভোরা করেন ১৪ রান। রিদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ১৩ রান। আকসার প্যাটেল ২৪ রান করে সাজঘরে ফেরেন। মাত্র ২০ বলে ২টি চার আর ৪টি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থেকে দলকে জেতান অধিনায়ক ম্যাক্সওয়েল। ডেভিড মিলার ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

এক ওভার বাকি থাকেতেই জয় তুলে নেয় পাঞ্জাব। পুনের হয়ে দুটি উইকেট নেন ইমরান তাহির। একটি করে উইকেট দখল করেন অশোক ডিনডা এবং রাহুল চাহার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৮ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।