দ্বিতীয় ইনিংসে ৪৯০ করে আট উইকেট হারানো ইংলিশরা ইনিংস ঘোষণা করে। জবাবে কোনো উইকেট না হারিয়ে পাঁচ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করে ক্যারিবীয়রা।
ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (৪) ও কাইরন পাওয়েল (১) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জয়ের জন্য শেষ দিনে তাদের আরও ৩১৭ রান করতে হবে।
এর আগে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান রুট (৭২) ও মালান (৬১) দারুণ খেলেন। পরে ৫৮ রান করে মাঠ ছাড়েন স্টোকস। জনি বেয়ারস্টো দ্রুত ফিরে গেলেও। অসাধারণ খেলেন মঈন ও ওকস। মঈন করেন দলীয় সর্বোচ্চ ৮৪। আর ৬১ করেন ওকস।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান রোস্টন চেজ। এছাড়া দুটি করে উইকেট পান শেনন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এমএমএস