ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বব্যাপী বিপিএল সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল অ্যাপে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বিশ্বব্যাপী বিপিএল সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল অ্যাপে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসর শুরু হতে যাচ্ছে ২ নভেম্বর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৬ সেপ্টেম্বর খসড়াকৃত খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার হোটেল ‘দ্য র‌্যাডিসন ব্লু’ এর গ্র্যান্ড বলরুমে।

এবারের আসরে সর্বমোট ৭ টি দল অংশগ্রহণ করছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং রংপুর থেকে। ইতোমধ্যে দলগুলো তাদের আইকন প্লেয়ারের নাম প্রকাশ করেছে।

ঢাকা ডাইনামাইটসের আইকন প্লেয়ার সাকিব আল হাসান, রাজশাহী কিংসের মুশফিকুর রহিম, খুলনা টাইটানসে মাহমুদুল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসের সৌম্য সরকার, কুমিল্লা ভিক্টরিয়ানসের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকছে সাব্বির রহমান।

নিলামে প্রতিটি দল দেশি সর্বনিম্ন ১০ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ ক্রিকেটার কিনতে পারবে এবং ২ জন বিদেশি খেলোয়াড়কেও চুক্তি সই করাতে পারবে। এবারের আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি নিয়ম যা অনুসারে প্রতিটি দল একটি খেলায় পূর্বেকার সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়ের জায়গায় সর্বোচ্চ ৫ জনকে দলে অন্তর্ভূক্ত করতে পারবে। অপরদিকে প্রতিটি দলকে একেকটি খেলায় সর্বনিম্ন ৩ জন বিদেশি খেলোয়াড়কে দলভূক্ত করাতে হবে।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল অ্যাপ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

র‌্যাবিটহোল অ্যাপ এর ডাউনলোড লিংক–
এন্ড্রয়েড ইউজারঃ https://goo.gl/RNfGSb
আই ও এস ইউজারঃ https://goo.gl/j8d1Pz
ইউটিউব লিংকঃ https://youtu.be/-hUCf2j7w6k

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।