ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাল ছাড়তে চান না মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
হাল ছাড়তে চান না মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশন আর স্বাগতিকদের সেরা পারফরমারদের বিপক্ষে খেলাটা যে মোটেই সহজ হবে না সেটা মানেন বাংলাদেশের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। তবে, হাল ছাড়তে রাজী নন মুশফিক। দ. আফ্রিকার স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন নিজেদের টার্গেটের কথা, চ্যালেঞ্জের কথা আর নিজেদের সেরাটা বিলিয়ে দেওয়ার কথা।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দক্ষিণ আফ্রিকায় অন্য সব দল কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়।

পেস-বান্ধব উইকেটে প্রস্তুত টাইগাররা জানালেন মুশফিক, ‘অবশ্যই ফ্লাট উইকেট সফরকারীদের জন্য কঠিন হবে। তবে, এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এখানকার উইকেট ক্ষণে ক্ষণে আচরণ বদলায়। দক্ষিণ আফ্রিকায় অতিথি দলগুলো গতিময় উইকেটের কারণে সমস্যায় পড়ে। আমাদেরও মানিয়ে নিতে হবে। ছেলেরা সেরাটা দিতে তৈরি এবং আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, এই ধরনের কন্ডিশনেও আমরা ভালো খেলতে পারি। ’

ভারসাম্যপূর্ণ সেরা দলটিই বাংলাদেশের বিপক্ষে খেলবে জানেন মুশফিক। তাতে ভীত নন টাইগারদের দলপতি, ‘আমরা জানি তাদের দারুণ বোলার ও ব্যাটসম্যান আছে। তবে, খেলাটা দুই-একজনের নয়, এটা দলীয় খেলা। গত চার বছর থেকে ওদের নিয়মিত পারফর্ম করা খেলোয়াড় এই দলটিতে খেলবে। তবে ডেল স্টেইন, ক্রিস মরিস, এবিডি ভিলিয়ার্স ও ভারনন ফিল্যান্ডার না থাকায় আমরা সম্ভবত কিছুটা সুবিধাজনক জায়গায় থাকব। ’

মুশফিক যোগ করেন, ‘আমরা কন্ডিশনের সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই কন্ডিশনে আমাদের একাধিক স্পিনার ভালো করবে বলে মনে হচ্ছে। যদি স্পিনাররা ভালো জায়গায় বল ফেলতে পারে তাহলে তারাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে। উইকেটে যদি এতটুকুও স্পিন ধরে, আমি আশাবাদী ভালো কিছু আমাদের পক্ষেই আসবে। আমাদের তরুণ ক্রিকেটাররা খুব দ্রুত সিনিয়রদের সাথে মানিয়ে নেয়। ওরা জানে ওদের দায়িত্ব কি, দলের জন্য কি করতে হবে। সাকিব না থাকায় দলের সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ। ’

টেস্ট দলপতি আরও জানান, ‘হোম ম্যাচে আমরা এগিয়ে থেকে শুরু করলেও অ্যাওয়ে ম্যাচে আমাদের সংগ্রাম করতে হবে। কিন্তু, আমরা শ্রীলঙ্কায় স্বাগতিকদের হারিয়েছি, নিউজিল্যান্ডে ভালো খেলেছি। এগুলো আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। এখন থেকে আমরা যদি নিয়মিত অ্যাওয়ে ম্যাচের সুযোগ পাই তাহলে আরও ভালো হবে বাংলাদেশের জন্য। আমরা বিদেশে খুব বেশি টেস্ট খেলিনি। কিন্তু গত আড়াই বছরে আমরা দল হিসেবে অনেক উন্নতি করেছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।