চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রো আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে, দ্বিতীয় দিন শেষে স্বাগতিক চট্টগ্রাম ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে।
১৮ ওভারে ১ উইকেট হারানো চট্টগ্রাম ৪১ রান তুলেছে। ওপেনার জসিম ১০ রানে বিদায় নেন। আরেক ওপেনার সাদিকুর রহমান ২৬ রানে অপরাজিত।
এদিকে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সবকটি উইকেট হারিয়ে ঢাকা বিভাগ ২৫০ রান তোলে। দলের ওপেনার রনি তালুকদার ৬৮, তাইবুর পারভেজ ৪৬ আর দলপতি শরিফ ৫৮ রান করেন। বরিশাল ৬ উইকেট হারিয়ে তুলেছে ২০১ রান। মোহাম্মদ নুরুজ্জামান ৫১ রান নিয়ে অপরাজিত। আর ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সোহাগ গাজী।
রাজশাহীর বিপক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট ৬ উইকেট হারিয়ে তুলেছে ৯৫ রান।
এছাড়া, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ সব উইকেট হারিয়ে তুলেছে ২১৮ রান। খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৬১ রান। নাহিদুল ইসলাম করেন ৫১ রান। রংপুরের আরিফুল হক এবং সোহরাওয়ার্দি শুভ চারটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৭ অক্টোবর ২০১৭
এমআরপি